০৪ দ্বীপ
প্রায় তিন বছর পরে আবারও এল কাল্পনিক জগত সামুদ্রিয়ার ঘটনার চতুর্থ পর্ব। এত দেরী হওয়ার কারণ-- সামুদ্রিয়ার এই পর্বটি স্প্যানিশ ভাষা থেকে সরাসরি বাংলায় অনুবাদ করা। তাই অনুবাদে অনেক সময় লেগেছে। সামুদ্রিয়ার এই পর্বটির ইংরেজী ভার্সনের ডিজিট্যাল কপি কোথায় না পাওয়া যাওয়ায় বাধ্য হয়ে প্রায় আটমাস ধরে অনুবাদ করতে হয়েছে এই পর্বটি। সাহায্য নিতে হয়েছে গুগল ট্রান্সলেটরেরও। বস্তুত মনে ভয় ছিল, পূজাসংখ্যা বেরোনোর আগে কমপ্লিট অনুবাদ করতে পারব কি না! যাই হোক, আপাতত অনুবাদ সম্পুর্ণ, তবে ছবির মধ্যে লেখাগুলি এখনও সবগুলো এডিট করে শেষ করতে পারিনি, তবে খুব শীঘ্রই শেষ করতে পারব বলে আশা করছি।
রাজকুমারী হেলেনিয়ার রাজপ্রাসাদে বা তার নির্মম পিতার কাছে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে নেই! তাই সে জন, জ্যাসপার আর তানিয়াকে টেনে নিয়ে যায় এভার রেস্টের রাস্তায়, আর যত তাড়াতাড়ি সম্ভব দ্বীপ থেকে পালাতে সে দৃঢ়প্রতিজ্ঞ...